কৃত্রিম আলোয় বিশ্বে আসছে না আধারঃ নাসা


ই-বার্তা প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:৩২ আমেরিকা

ই-বার্তা ।। রাতের আঁধারে ঢাকা পড়ছে না বিশ্ব, শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ তথ্যই তুলে ধরেছে। কৃত্রিম আলোর ব্যবহার বেড়ে যাওয়ার রাতভর আলোকিত থাকছে বিভিন্ন দেশ। একে আলোক দূষণ বলছেন বিজ্ঞানীরা।

এর নেতিবাচক প্রভাব পড়ছে উদ্ভিদ ও প্রাণীজগতে। বিঘ্নিত হচ্ছে ফসলচক্র। এমনকি বিলুপ্ত হচ্ছে নিশাচর প্রাণী। রাতে আলোর উজ্জলতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র আর স্পেনে। এরপরই রয়েছে এশিয়া আর লাতিন আমেরিকা। তবে, যুদ্ধবিদ্ধস্ত সিরিয়া ও ইয়েমেন অন্ধকারই দেখা যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ