২৫ নভেম্বর উদযাপিত হবে ৭ মার্চের ভাষণের স্বীকৃতি
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৭, শুক্রবার
| দুপুর ০২:৪৮
রাজনীতি
ই-বার্তা ।। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে রাষ্ট্রীয়ভাবে ঢাকা মহানগরসহ সারা দেশে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আগামীকাল ২৫ নভেম্বর।
এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে হবে সমাবেশ, এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে শুক্রবার সকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বেলা ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আনন্দ শোভাযাত্রাটি বের করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা ছাড়াও মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন। পরে বেলা ৩ টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এছাড়া জেলা-উপজেলায় ও বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে একই ধরণের কর্মসূচি পালন হবে বলেও জানান তিনি।
পরবর্তী খবর রিজভী : জোর করে মানুষের মন জয় করা যায় না