কক্সবাজারে শুরু ৩২ দেশের দুই দিনের সমুদ্র মহড়া
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০১৭, সোমবার
| দুপুর ০১:৫৪
চট্টগ্রাম
ই-বার্তা ।। ভারত মহাসগরীয় অঞ্চলের ৩২ দেশের দুই দিনের সমুদ্র মহড়া কক্সবাজারে শুরু হয়েছে। ইনানী সৈকতে এর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ তার প্রতিবেশি দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছে। এই অঞ্চলে অনেক সম্ভাবনা রয়েছে। সবাই এক সঙ্গে কাজ করলে তার সুফল পাওয়া যাবে। প্রথমবারের মতো এই মহড়ায় ভারত, চীন, ইন্দোনেশিয়া, ইরানসহ ৩২ দেশের ৪১টি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে।
যুদ্ধজাহাজে অগ্নিনির্বাপণ, দুর্ঘটনাকবলিত জাহাজে জরুরি উদ্ধার অভিযান গভীর সমুদ্রে নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে এই মহড়ায়।
পরবর্তী খবর নোয়াখালী ইয়াবাসহ আটক ২