পিলখানা হত্যাকাণ্ড ঃ ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০১৭, সোমবার
| বিকাল ০৫:২৪
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা ।। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড দেয়া ১৫২ জনের মধ্য থেকে আপিলের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
বাকি ৮ জনকে যাবজ্জীবন ও চারজনকে খালাস দেয়া হয়েছে এবং একজন মারা গেছেন।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো অসমাপ্ত রায় পড়া শুরু হয়। শুরুতে রায়ের পর্যবেক্ষণ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। তার পড়া শেষ হলে রায়ের মূল অংশ পড়েন বিচারপতি মো. শওকত হোসেন।
এর আগে রোববার বিকাল ৪টা পর্যন্ত প্রথম দিনের রায় পড়া হয়। এ দিন পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, পিলখানা হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে নৃশংসতম ঘটনা।
এর মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টে একটি শৃংখলিত বাহিনীকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন হ্ত্যাকাণ্ড।
পরবর্তী খবর যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার