আজ সন্ধ্যায় কুমিল্লার মুখোমুখি খুলনা
ই-বার্তা
প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০১৭, মঙ্গলবার
| সকাল ১০:৩১
ক্রিকেট
ই-বার্তা।। ছুটছে খুলনা টাইটানসের জয়রথ। মাঠের অসাধারণ পারফরম্যান্সে একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি। রাজশাহী কিংসের বিপক্ষে চলতি আসরের সর্বোচ্চ স্কোর গড়ে পেয়েছে বড় জয়। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে আজই (মঙ্গলবার) আবার মাঠে নামছে খুলনা। সামনে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দল দুটি।
এর আগে দুপুরে চিটাগং ভাইকিংস নামবে রাজশাহী কিংসের বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কুমিল্লার মুখোমুখি হচ্ছে খুলনা। ৯ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট এখন গতবার তৃতীয় হওয়া দলটির। অন্যদিকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে খুলনার বিপক্ষে প্রথমবার লড়তে যাচ্ছে কুমিল্লা।
টানা পাঁচ ম্যাচ জিতে আগের খেলাতেই রাজশাহী কিংসের বিপক্ষে হারের তিক্ততা পায় কুমিল্লা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে খুলনার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না তামিমরা। অন্যদিকে সোমবার এই রাজশাহীকে হারিয়েই টানা চতুর্থ জয় পেয়েছে খুলনা। তারাও যে জয়ের ধারা সচল রাখতে চাইবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যায় হতে যাচ্ছে তাই উত্তেজনাকর এক দ্বৈরথ। যে দ্বৈরথে নামার আগে রাজশাহীর বিপক্ষে ৬৮ রানের জয়ে দারুণ আত্মবিশ্বাসী খুলনা। সোমবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ পারফরম্যান্সের ধারা সচল রাখার কথাই শুনিয়েছেন, ‘আমরা প্রতিটি ম্যাচেই ধারাবাহিকভাবে খেলতে চাই। আশা করি শীর্ষে থেকেই সেরা চার খেলতে পারব।’
আগের খবর উড়তি অলরাউন্ডার আফিফের চমক
পরবর্তী খবর কোহলির বিশ্রামে ওয়ানডের অধিনায়ক রোহিত