৫৭ ধারা বিলুপ্তির নীতিমালার খসড়া চুড়ান্তঃ ইনু


ই-বার্তা প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৫:৪১ রাজনীতি

ই-বার্তা ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, আইসিটি আইনের ৫৭ ধারা বিলুপ্তির সুপারিশ করে ডিজিটাল সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভাশেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন খসড়া আকারে যেটা আমরা মন্ত্রিপরিষদে পাঠাবো সেটা যদি মন্ত্রিপরিষদ অনুমোদন করে, একই আইনে আগের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারাসহ কয়েকটি ধারা আছে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে। ৫৫, ৫৬, ৫৭ এবং ৬৬ ধারা বিলুপ্ত হওয়ার প্রস্তাবও যাবে। সুতরাং ডিজিটাল নিরাপত্তা আইন আপনরা পাবেন।’

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ