আয়করের ওপর ছাড় প্রদানের নিয়ম ফের চালু করার প্রস্তাব ‘বিএবিবিএমএ’ এর


ই-বার্তা প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৭, বুধবার  | দুপুর ০২:০৪ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক।। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিএবিবিএমএ এর সভাপতি মো. সফিকুর রহমান ভূঁইয়া সুপারিশ করেন পাবলিক ট্রেডেড কোম্পানির আয়করের ওপর ছাড় প্রদানের নিয়ম ফের চালু করা। দেশের শেয়ারবাজারকে চাঙ্গা রাখার জন্য এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএবিবিএমএ)।
সফিকুর রহমান বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো যদি নগদ লভ্যাংশ প্রদান করে তাহলে মানুষ অধিকহারে পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহিত হবে এবং পুঁজিবাজার চাঙ্গা হবে।
আলোচনায় তিনি আরো বলেন, বর্তমানে পাবলিক ট্রেডেড কোম্পানিকে মোট আয়ের ওপর ২৫ শতাংশ হারে আয়কর প্রদান করতে হয়। পুঁজিবাজারকে উৎসাহিত করতে প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানিসমূহকে অধিকহারে পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে রূপান্তরে উৎসাহিত করতে হবে। এজন্য পাবলিকলি ট্রেডেড কোম্পানির আয়কর ২২.৫০ শতাংশ করার সুপারিশ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ