ভারতীয় বোর্ডকে ৫৫ কোটি টাকা জরিমানা করেছে আইসিসি
ই-বার্তা
প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| সকাল ১০:৪১
ক্রিকেট
ই-বার্তা।। আইসসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবের কথা আমরা জানি। ভারতীয় বোর্ডের ইশারাতেই আইসিসিতে সব হয়- কথাটাও প্রচলিত। অথচ সেই ভারতীয় বোর্ডকেই কিনা জরিমানা করলো আইসিসি! খবরটা গুজব নয়, সত্যি।ছোটখোটো অঙ্ক নয়, মোটা অঙ্কের অর্থই ভারতীয় বোর্ডকে জরিমানা করেছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা।
কী কারণে? ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপরে রুষ্ট আইসিসির কম্পিটিশন কমিশন। অভিযোগ, আইপিএলে সঠিক প্রতিযোগিতামূলক মানদণ্ড বজায় রাখা
হচ্ছে না। এই কারণে বিসিসিআইকে প্রায় ৫৫ কোটি টাকা জরিমানা করেছে তারা। ৪৪ পাতার নির্দেশে কম্পিটিশন কমিশন জানিয়েছে, সংবাদমাধ্যম সংক্রান্ত নীতি ঠিকভাবে মানেনি বিসিসিআই। মানা হয়নি ম্যাচ সম্প্রচার সংক্রান্ত নির্দেশিকাও। এতে পেশাদারিত্বের ক্ষতি হয়েছে বলে মনে করছে ওই কমিটি। ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো বড় বোর্ডের কাছ থেকে এমন ভুল প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছে ওই বোর্ড।
আগের খবর ঢাকার সামনে ১৬৮ রানের লক্ষ্য
পরবর্তী খবর শেষ চারে কুমিল্লা