শেখ হাসিনাকে ভুটানের রাজার বর্ণাঢ্য সংবর্ধনা
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৭, বুধবার
| দুপুর ০২:৫৭
অন্যান্য
ই-বার্তা ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুক এবং রানি জেটসুন পেম রাজ প্রাসাদ তাশিহোডজংয়ে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী রাজপ্রাসাদের প্রধান ফটকে পৌঁছলে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়ে ভুটানের একজন মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা প্রাসাদের ভেতরে নিয়ে যান এবং সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বাংলাদেশ পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ভুটানের রাজা ও রানির সঙ্গে কিছু সময় একান্তে কাটান। এ সময় রাজা শেখ হাসিনাকে তার পুত্রের দাদি হিসেবে উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রী ১৪ মাস বয়সী শিশুটিকে কোলে নিয়ে আদর করেন এবং এই সম্বোধনে খুশি হন।
পরবর্তী খবর শ্রমিক কল্যাণ তহবিলে চার কোটি টাকা দিয়েছে ওয়ালটন