রাজধানীতে কোনো পুরান বাস থাকবে না ঃ আনিসুল হক


ই-র্বাতা প্রকাশিত: ২০শে এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:০৪ রাজধানী

রাজধানীতে প্রায় নতুন প্রায় ৫ হাজার বাস নামানো হবে। হোল্ডিং কোম্পানি করে এসব বাস ৭টি রুটে চলবে। বাস মালিকদের সঙ্গে আলোচনা করে পুরো ব্যবস্থাকে অটোমেশন করা হবে। বলে জানিয়াছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকায় রুশ দূতাবাসের পাশের ফুটপাত দখলমুক্ত করার সময় তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, সরকার রাজধানীর গণপরিবহনের পুরো অবকাঠামো পরিবর্তনে কাজ করছে।

রাজধানীর গণপরিবহন খাতে হাজার কোটি টাকার অপ্রদর্শিত অর্থ থাকায় একে দ্রুত একটি কাঠামোয় আনা যাচ্ছে না। এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এসময় তিনি বলেন, সব পুরানো বাস তুলে নিয়ে ধাপে ধাপে নতুন বাস নামানো হবে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ