ঝিনাইদহের জঙ্গী আস্তানা রাসায়নিকভর্তি ১৪টি কন্টেইনার উদ্ধার


ই-র্বাতা প্রকাশিত: ২২শে এপ্রিল ২০১৭, শনিবার  | দুপুর ০১:৫৭ অপরাধ

ঝিনাইদহের পোড়াহাটি এলাকার জঙ্গি আস্তানা থেকে আজ রাসায়নিকভর্তি ১৪টি কন্টেইনার ও বিপুল জিহাদি বই উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন চলছে বোমা ও রাসায়নিক নিষ্ক্রিয়করণের কাজ।

সকাল নয়টার দিকে অভিযান শুরু করে পুলিশ। ঢাকা থেকে যোগ দেয় কাউন্টার টেরিরিজম ইউনিটের ৩০ সদস্যের দল। এলাকার ৫শ গজের মধ্যে জারি করা হয় ১৪৪ ধারা। গতকাল বিকাল সাড়ে ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। আস্তানায় কোনো জঙ্গিকে পাওয়া যায়নি।

পুলিশের খুলনার রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি দিদার আহমেদ বলেন, ওই বাড়ি থেকে রাসায়নিক ভর্তি ১৪টি ড্রাম, একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি ও বেশ কিছু জেহাদি বই উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। বোমা বিশেষজ্ঞ দল সেখানে কাজ করছে।

এছাড়া প্রচুর ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস--আইইডি, তিনটি সুইসাইডাল ভেস্ট, প্রেসার কুকার বোমা ও রাসায়নিক ভর্তি কন্টেইনারের। আজ এগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হচ্ছে। দুই কক্ষের এ বাড়ির মালিক আব্দুল্লাহ জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ