আবহাওয়া পরিবর্তনের সম্ভবনা নেই আগামী দুই দিন


ই-র্বাতা প্রকাশিত: ২২শে এপ্রিল ২০১৭, শনিবার  | দুপুর ০২:২২ অন্যান্য

মৌসুমি বায়ুর প্রভাবে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে সারাদেশে। এমন অবস্থা আরো দুই দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিম্নচাপের কারণে এরই মধ্যে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নৌবন্দরগুলোতে নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।

২৪ তারিখ পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বল্ব জানানো হয়েছে। শনিবার সকাল ৬টায় দিনাজপুরে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দুপুর ১২টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ২০ মিলিমিটার।

দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ