সারাদেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ


ই-র্বাতা প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০১৭, সোমবার  | দুপুর ০২:১০ অন্যান্য

সকাল থেকে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্য বিরাজ করছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে সোমবার রাজধানীতে সারাদিন ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবার সকাল ৬ টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ