ফিল্ম ইনস্টিটিউট করার দাবি সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে


ই-বার্তা প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৭:১০ অন্যান্য


ই-বার্তা প্রতিবেদক।। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনায় ‘মহানায়িকা সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব স্মরনিক-২০১৬’র মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার (২৪ এপ্রিল) সকালে শহরের গোপালপুর হেমসাগর লেনে অবস্থিত সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে এক অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাবনাবাসীর প্রাণের দাবি ছিল বাড়িটি উদ্ধারের পর সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে তার পৈত্রিক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা ও ফিল্ম ইনস্টিটিউট করার। যে কাজ স্বল্প পরিসরে হলেও জেলা প্রশাসন ইতিমধ্যে বাড়িটিতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলার কাজ শুরু করেছে। প্রশংসনীয় এই কাজটিতে আরো বেগবান করে দ্রুত সেখানে একটি ফিল্ম ইন্সটিটিউট গড়ে তোলার কাজ শুরু করতে হবে বলেও দাবি করেন তারা।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ