প্রতিটা ক্ষেত্রেই সফল র‍্যাব ; প্রধান মন্ত্রী


ই-র্বাতা প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০১৭, বুধবার  | দুপুর ০১:৪৫ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। কারণ দেশের প্রতিটা সদস্য,প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।
বুধবার কুর্মিটোলায় র্যাতব সদর দফতরে র্যাদবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র্যা বের সফলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,র্যা ব জঙ্গি সংগঠেনের শীর্ষ নেতাদের গ্রেফতারে সক্ষম হয়েছে। আতিয়া মহলকে সাহসিকতার সঙ্গে বিস্ফোরকমুক্ত করেছে। দস্যুদের আত্মসমর্পন করিয়ে সুন্দরবনকে নিরাপদ করেছে।

শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ আজ সারা বিশ্বের বড় সমস্যা। বাংলাদেশ মাঝে মাঝে এ হামলার শিকার হচ্ছে। জঙ্গিবাদ ঠেকাতে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী, র্যা ব, কোস্টগার্ড আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। এটা করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন আমি শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিদের আত্নসমার্পন প্রসঙ্গে বলেন,জঙ্গিরা যেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমরা সে জন্য কাজ করছি। ইতোমধ্যে যেসব জঙ্গি আত্মসমর্পণ করেছে তাদের তালিকা করা হয়েছে। তাদের অর্থনৈতিকভাবে সহায়তা করা হবে। যে ধরনের কাজ তারা করতে চায় সেটা করতে সহায়তা করা হবে যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে।’

তিনি আরও বলেন,জঙ্গিদের আত্মসমার্পণ করার পর ছেড়ে দিলে হবে না। তাদের প্রতিষ্ঠিত করে দিতে হবে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ