পর্যাপ্ত খাদ্য মজুদ আছে সরকারের গুদামে ঃ খাদ্য মন্ত্রী
ই-র্বাতা
প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০১৭, বুধবার
| বিকাল ০৩:০৯
রাজনীতি
ই-বার্তা প্রতিবেদক।। হাওর অঞ্চলে বন্যায় ৬ লাখ মেট্রিক টন ধান নষ্ট হলেও তাতে সরকারের মজুদে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত খাদ্য, পোল্ট্রি ও কৃষিপণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে, মিল মালিকদের কারসাজির কারণেই কিছু জায়গায় চালের দাম বেড়েছে।
এ সময় তিনি বলেন, সাড়ে তিন কোটি মেট্রিক টন খাদ্য উৎপন্ন হয় বছরে। হাওর অঞ্চলে ক্ষতি হয়েছে ছয় লক্ষ মেট্রিক টন। বাংলাদেশে বোর ধানের টার্গেট প্রায় দুই লক্ষের কাছাকাছি। তাহলে হাওরের অবস্থার কারণে আমাদের খাদ্য মজুদের কি এমন খারাপ অবস্থার সৃষ্টি হলো আমি বুঝিনা। এটা প্রচার চলছে। জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে।
হাওরে যা প্রয়োজন সরকারের পক্ষ থেকে তা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় সমন্বয় করে আমাদের খাদ্য গুদাম থেকে দেয়া হবে।