কপিল শর্মার বিরুদ্ধে জোকস চুরির অভিযোগ
ই-বার্তা
প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০১৭, বুধবার
| সন্ধ্যা ০৬:০৮
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।। ‘দ্য কপিল শর্মা শো’ সদ্য ১০০ এপিসোড পেরিয়েছে ।এই শো-র বিরুদ্ধে এবার জোকস চুরির অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছেন কমেডিয়ান অভিজিত গঙ্গোপাধ্যায়।
অভিজিত ফেসবুক পোস্টে লিখেছেন, ওই শো-র একটি এপিসোডে কমেডিয়ান কিকু সারদা নাকি তার লেখা জোক বলেছেন। ফলে ওই শো-র স্ক্রিপ্ট যারা লেখেন, তারা চুরি করছেন বলে অভিযোগ করেছেন অভিজিত। তিনি বলেন, তিন বছর আগেই ‘হ্যাভিং অ্যান এল্ডার ব্রাদার’-এর চিত্রনাট্যের ওপর পারফর্ম করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ওই চিত্রনাট্যের ওপর একটি ভিডিও আপলোড করেছেন দু’সপ্তাহ আগে।
তার অভিযোগ, সেটা থেকেই নাকি স্রেফ টুকে দেওয়া হয়েছে তার লেখা জোক। আর এ চুরির জন্য কপিল শর্মাকেই সরাসরি দায়ী কেছেন তিনি। অভিজিত লিখেছেন, কপিল শর্মা, চুরি করাটা ঠিক নয়। কারো জোক নিয়ে আপনি ন্যাশনাল টিভিতে পারফর্ম করলেন, যেখানে লাখ লাখ দর্শক ভাবলেন সেটা আপনি লিখেছেন। এর পর আমি আবার যখন পারফর্ম করব, তখন লোকে ভাববে আমি আপনারটা চুরি করেছি।
আগের খবর ফারহান আখতার সংসারজীবন বিচ্ছিন্ন
পরবর্তী খবর চলচ্চিত্রপ্রেমীরা শাকিবের জন্য মানববন্ধন করবেন