শাহজালালে চারকোটি টাকার স্বর্ণ উদ্ধার
ই-বার্তা
প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০১৭, শনিবার
| দুপুর ১২:৫৫
রাজধানী
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই নারীর শরীরের লুকিয়ে রাখা আড়াই কোটি টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার সকাল নয়টার দিকে এসব স্বর্ণসহ তাদের আটক করা হয়।
আটক দুই নারী হলেন- জেসমিন আক্তার ও পারভীন আক্তার। এদের মধ্যে জেসমিন পোশাক শ্রমিক বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা সহকারী রাজস্ব কর্মকর্তা এনামুল হক বলেন, ওমানের মাস্কাট থেকে আসা একটি বিমানে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসছিল। চট্টগ্রামে বিমানটিতে ওঠেন ওই দুই নারী।
গোপন খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা তাদের শরীরে তল্লাশি চালায়। একপর্যায়ে শরীরের বিশেষ স্থানে লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের এসব স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
আগের খবর রাজধানীতে সড়ক দূর্ঘটনায় নিহত দুই
পরবর্তী খবর রাজধানীতে গৃহবধুর লাশ উদ্ধার