ফের আত্নসমার্পন করল ২৫ জলদস্যু
ই-বার্তা
প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০১৭, শনিবার
| দুপুর ০২:৩১
বরিশাল
ই-বার্তা পরতিবেদক।। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩১ অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের জলদস্যু দুই বাহিনীর ২৫ সদস্য। শনিবার বেলা ১১টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলিফ ও কবিরাজ বাহিনীর প্রধানসহ বাহিনী দুটির এসব সদস্য আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করেন।
এদের মধ্যে আলিফ বাহিনীর প্রধান আরিফ মোল্লা ওরফে দয়ালের নেতৃত্বে ১৯ জন এবং কবিরাজ বাহিনীর প্রধান ইউনুস আলী শেখ ওরফে কবিরাজের নেতৃত্বে বাহিনীটির ছয় সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দেন।
জমা দেয়া অস্ত্রের মধ্যে ছিল ১০টি বিদেশি একনলা বন্দুক, সাতটি বিদেশি দোনলা বন্দুক, চারটি (২২ বোর) বিদেশি এয়ার রাইফেল, ছয়টি ওয়ান শ্যুটারগান এবং চারটি কাটা রাইফেলসহ ৩১টি আগ্নেয়াস্ত্র। এছাড়া ১১শ’ ১০ রাউন্ড গোলাবারুদও জমা দেন তারা।
আত্মসর্মপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যা্বের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং র্যা ব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির শত শত মানুষ।
এর আগে জাহাঙ্গীর, মজনু, ইলিয়াস বাহিনীসহ সুন্দরবনের বেশ কয়েকটি বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিল।
আগের খবর বরিশালে বইমেলা শুরু
পরবর্তী খবর নিখোঁজ ছাত্রলীগ নেতা