কোচিং বাণিজ্য ও প্রশ্নফাঁস বন্ধে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ই-বার্তা
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০১৭, রবিবার
| সকাল ১১:৪৫
রাজনীতি
ই-বার্তা প্রতিবেদক।। কোচিং সেন্টার বন্ধে ও প্রশ্নফাঁস রোধে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে কোচিং বাণিজ্য বন্ধে ও প্রশ্নফাঁস ঠেকাতে সরকার আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে এ অনুষ্ঠানে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে কানেক্টিং ক্লাসরুম প্রোগ্রামের উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় গড়ে তুলতে হবে। এসময় তিনি শিক্ষক ছাড়াও শিক্ষা-সংশ্লিষ্টদের নৈতিক মূল্যবোধের ওপর জোর দেন।
শিক্ষকদের প্রশ্নফাঁসের মতো ঘটনায় জড়িত হওয়া দুঃখজনক। কোচিং সেন্টার বন্ধে ও প্রশ্নফাঁস রোধে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী।
আগের খবর হাওরে পৌছেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী খবর কেউ না খেয়ে কষ্ট পাবে না ঃ শেখ হাসিনা