নিষেধাজ্ঞা শেষ ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা


ই-বার্তা প্রকাশিত: ১লা মে ২০১৭, সোমবার  | সকাল ১০:৫৬ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক।। ইলিশ শিকারের ওপর দুই মাস নিষেধাজ্ঞা শেষ হয়েছে আজ। প্রাণ ফিরেছে পদ্মা-মেঘনাপাড়ের জেলেপল্লীতে।
মৎস্য কর্মকর্তারা বলছেন, দুই মাসের কঠোর নজরদারির কারণে ইলিশের প্রজনন নির্বিঘ্ন হয়েছে। ফলে গতবারের চেয়েও বেশি মাছ পাওয়া যাবে।

নিষেধাজ্ঞা উঠে গেলেও জাটকা ধরতে পারবেন না জেলেরা। জাটকা নিধন বন্ধে আগামী জুন পর্যন্ত থাকবে প্রশাসনের নজরদারি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশিতে ভাসছেন চাঁদপুরের জেলেরা। গত দুই মাস প্রায় বেকার থাকার পর শুরু হয়েছে ইলিশ শিকারের জোর প্রস্তুতি। নতুন জাল নিয়ে পদ্মায় নৌকা ভাসিয়েছেন তারা।

উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুইমাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময়ে জেলে পরিবারকে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ