চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল করার স্বপ্ন টাইগার কোচের


ই-বার্তা প্রকাশিত: ১লা মে ২০১৭, সোমবার  | দুপুর ০২:৫৩ ক্রিকেট


আগামী জুনে ইংল্যান্ডে বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর। দীর্ঘদিন পর এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কোচিং করানো শুরু করার পর চন্দিকা হাথুরুসিংহেরও এটি প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি।

গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ কোচ হাথুরুসিংহে স্বভাবতই ভালো করার স্বপ্ন দেখছেন। সেই সাথে এটিকে দেখছেন বড় চ্যালেঞ্জ হিসেবে।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দীর্ঘদিন আমরা ইংল্যান্ডের মাটিতে খেলি না। আমাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ইংল্যান্ডের গ্রীষ্মের উপর অনেক কিছু নির্ভর করবে। যদি আবহাওয়া শুষ্ক থাকে তাহলে সেটি আমাদের সাহায্য করবে। যদি তেমনটি না হয়, আমরা সেখানে আগেভাগেই যাচ্ছি।’

ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প অনেক কাজে লাগবে বলে বিশ্বাসী তিনি। অনুশীলন করার সুফল পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে শ্রীলঙ্কান এই কোচ জানান, ‘সেখানে আমরা অনুশীলন করব যাতে অন্যদের সাথে আমাদের সমান সুযোগ থাকে। আমরা কি করতে পারব তা আগে থেকেই বলতে পারছি না। কিন্তু আমরা সেখান থেকে আমরা যাই অর্জন করতে পারি সেটিই হবে অনেক বড়।’

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ