ওয়ার্নারের শতকে উড়ে গেল কলকাতা


ই-বার্তা প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৫৭ ক্রিকেট

৪৩ বলেই শতক হাঁকিয়েছেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ওকসের বলে যখন আউট হয়ে ফেরেন তখন তার রানের সংখ্যা ১২৬। বল মোকাবেলা করেছেন ৫৯টি।

১০টি চার আর ৮টি ছয়ের মারে কলকাতা নাইট রাইডার্সের বোলারদের নাকানি চুবানি খাইয়ে ছাড়িয়েছেন ওয়ার্নার।

কলকাতার বোলার সুনিল নারিনের ১২ বলে ৩১ রান করেছেন তিনি। ইউসুফ পাঠানকেও ছাড় দেননি তিনি। ইউসুফ পাঠানের ৬ বলে নিয়েছেন ১৭ রান। ওকসের ৮ বলে নিয়েছেন ১৪ রান। উমেশ যাদবের ১১ বলে ২০ রান। কলটার নিলের ১০ বলে নিয়েছেন ১৪ রান।

শেষ পর্যন্ত ওকসের বলে হাঁকাতে গিয়ে গম্ভীরের হাতে ধরা পড়েন তিনি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ