সাংবাদিক হত্যায় অভিযুক্ত হলেন মেয়র মিরু


ই-বার্তা প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার  | রাত ০৮:২৩ রাজশাহী

ই-বার্তা প্রতিবেদন।। দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। এতে পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ৩৮ জনকে অভিযুক্ত করা হয়।

মঙ্গলবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, অভিযুক্তদের মধ্যে ১৮ জন এজাহারনামীয় ও ভিডিও ফুটেজ দেখে আরও ২০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদের মধ্যে ১৪ জন জেলহাজতে রয়েছেন। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় মেয়র হালিমুল হক মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জন নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। এই মামলায় মেয়রকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সংবাদ

রাজশাহী এর আরও সংবাদ