কয়েকটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রীতমের মামলা
ই-বার্তা
প্রকাশিত: ৩রা মে ২০১৭, বুধবার
| দুপুর ১২:৪৮
ছোট পর্দা
ই-বার্তা প্রতিবেদক।। গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল ও রবির বিরুদ্ধে মামলা করেছেন সংগীত শিল্পী প্রীতম আহমেদ।অনুমতি ছাড়া তার গান ব্যবহার করার অভিযোগে মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন তিনি।
তিনি বলেন, আমার কথা ও সুর করা ন্যূনতম ২০টি গান বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছে। কিন্তু তা থেকে আমি কোনো অর্থ পাই না। বার বার প্রতিবাদ জানিয়েও কোনো ফায়দা হয়নি। তাই আজ মামলা করলাম।আশা করছি এই মামলা জয়লাভের মধ্যদিয়ে আমিসহ বাংলাদেশের সকল গীতিকার-সুরকারদের অধিকার নিশ্চিত হবে। অন্যরাও নিজের অধিকার ও পাওনা আদায়ে সক্রিয় হবেন।
আগের খবর মিউজিক ভিডিওতে সোহেল রানা
পরবর্তী খবর আজ থেকে সম্প্রচার হবে রং বেরঙের মানুষেরা