আগামীকাল দুটি সাবমেরিনের আনুষ্ঠানিক উদ্বোধন


ই-বার্তা প্রকাশিত: ৩রা মে ২০১৭, বুধবার  | দুপুর ০১:১৪ অন্যান্য

ই-বার্তা ডেস্ক।। আগামীকাল আনুষ্ঠানিকভাবে দুটি সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন থেকে আনা এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুটি টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত করা হয়েছে। সাবমেরিন দুটি যুক্ত হলে দেশের সশস্ত্র বাহিনী ত্রিমাত্রিক শক্তিতে রূপান্তরিত হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশ, সমুদ্র সম্পদ ও সীমানা রক্ষায় নৌ-বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে মনে করেন তাঁরা।

দেশের সমুদ্র সীমায় তেল অনুসন্ধান কিংবা মৎস্য সম্পদ রক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক এই সাবমেরিন। বিশেষজ্ঞদের মতে, এর ফলে দেশের প্রাকৃতিক সম্পদ ও সীমানা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা কয়েকগুণ বাড়বে।

এছাড়া, সাবমেরিন যুক্ত করার ফলে সব অপশক্তি ও জঙ্গি ঝুঁকি থেকেও দেশকে রক্ষা করা যাবে এমনটি মনে করছেন অনেকে।

গত বছরের নভেম্বরে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে চীন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ