স্বার্থ-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বন্ধুত্ব চাইনা : কাদের
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে মার্চ ২০১৭, শুক্রবার
| দুপুর ০২:৪৪
রাজনীতি
ই-বার্তা প্রতিবেদক : বাংলাদেশের স্বার্থ-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব চান না বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
কাদের বলেন, ‘ভারত বিশাল দেশ, গণতান্ত্রিক দেশ, আমরা ভারতের সঙ্গে আমাদের স্বার্থ-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বন্ধুত্ব চাই না। আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই।’
ভারতের সঙ্গে সব চুক্তি বাংলাদেশের স্বার্থে হবে উল্লেখ করে তিনি জানান ‘সব চুক্তি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে।জাতীয় স্বার্থে আমি যত বেশি চুক্তি করবো, আমি লাভবান হবো।’তিস্তার পানিবণ্টন চুক্তি অচিরেই হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গঙ্গাচুক্তি শেখ হাসিনা করেছেন, তিস্তা চুক্তিও ইনশাআল্লাহ শেখ হাসিনার হাত দিয়েই হবে।’
e-barta/m
আগের খবর আমাদের কথা রেখেছি : প্রধানমন্ত্রী