নাশকতার মামলায় খায়রুল কবির কারাগারে
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:৩২
অপরাধ
ই-বার্তা ডেস্ক।। নাশকতার দশ মামলার মধ্যে পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। খোকন বর্তমানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছাড়াও নরসিংদী জেলা বিএনপির সভাপতির পদে রয়েছেন।
২০১৫ সালের শুরুর দিকে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় নাশকতার দায়ে দশটি মামলা করা হয় তাঁর বিরুদ্ধে। সকালে পল্টন থানায় আত্মসমর্পণ করেন খোকন এবং তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী পাঁচ মামলায় জামিন মঞ্জুর করেন এবং অপর পাঁচ মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগের খবর এবার ফাঁস হল রেজাল্ট