দিন দিন বেড়েই চলেছে সবজির দাম
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৫:৩১
রাজধানী
ই-বার্তা রিপোর্টার।। দিন যতই যাচ্ছে, রাজধানীতে ততই বেড়ে চলেছে সবজির মূল্য। ধানমন্ডি, মোহাম্মদপুর ও ঝিগাতলা কাঁচা বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন তরি-তরকারির মূল্য পূর্বের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এই মূল্যবৃদ্ধি থেমে নেই বরং দিন দিন বেড়েই যাচ্ছে এর গতি।
কাঁচা বাজারে পটল ৪৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং ঝিঙা ৪০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে। আবার সজিনা ও ফুলকপির মূল্য ৫০ টাকা প্রতি কেজি। তুলনামূলকভাবে কাচাকলা দাম কিছুটা কম থাকলেও তা গত সপ্তাহের থেকে হালিতে পাঁচ থেকে সাত টাকা বেশি। হালিতে ২৫ থেকে ৩০ টাকা হারে বিক্রি হচ্ছে কাচাকলা।
কাঁচা বাজারে এই মূল্যবৃদ্ধিতে ভোগান্তির শিকার হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষ। ফেরদৌসি বেগম নামের একজন ক্রেতা বলেন, বর্তমানে সবজির দাম যে হারে বেড়েছে তাতে আমাদের সবজি খাওয়াই বাদ দিতে হবে।
মজনু মিয়া নামের একজন সবজি বিক্রেতা বলেন, মূল্য বেড়ে যাওয়ায় বাজারে কেনা-বেচা একেবারেই কমে গেছে।
আগের খবর বনানীতে ট্রেনে কাটা পড়ে নিহত এক
পরবর্তী খবর সাভারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার