আবার চলচ্চিত্র চাঙ্গা হবে:জায়েদ খান
ই-বার্তা
প্রকাশিত: ৬ই মে ২০১৭, শনিবার
| সন্ধ্যা ০৭:৪৭
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক সদ্য নির্বাচিত হয়েছেন জায়েদ খান।প্রতিদ্বন্দ্বী অমিত হাসান ও ইলিয়াস কোবরাকে পরাজিত করে ভোটের মাধ্যমে জয় লাভ করেন জায়েদ খান। অন্যদিকে শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। আগামী দুই বছর চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা হয়ে নেতৃত্ব দেবেন মিশা-জায়েদ।
শনিবার সন্ধ্যায় এফডিসিতে এসে জায়েদ খান বলেন, চলচ্চিত্রে দুরাবস্থা শিগগিরই কেটে যাবে। এ জন্য কয়েকটি পদক্ষেপ নিতে হবে। তবে সবার আগে চলচ্চিত্রের জন্য সেন্ট্রাল সার্ভারের ব্যবস্থা করতে হবে। নির্বাচনে যেহেতু জয়লাভ করেছি অবশ্যই সবার আগে এ বিষয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, একটা ছবি মুক্তির আগে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দিতে হয়। জিম্মি হয়ে থাকতে হয়। এতে প্রযোজককে চরম বিপাকে পড়তে হয়। আবার দেখা যায়, সপ্তাহ না যেতেই ছবি হল থেকে নেমে যায়। প্রযোজক সমিতিকে ফিল্মের মাদার অর্গানাইজেশন বলা হয়। সেই প্রযোজকরাই যদি ছবি মুক্তির এসব হেনস্তার শিকার হন, তাহলে পরে আর ছবি বানাতে আগ্রহ পান না।