শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার
| রাত ১০:০৩
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।। কাল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বুধবার রাত ১২ টার পর থেকে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকলেও তা ভঙ্গ করার অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। এ বিষয়ে অবশ্য পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার বিকালে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসের সামনে নির্বাচনে অংশ নেওয়া তিন প্যানেলের প্রার্থীরাই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা সত্ত্বেও তাদের এ প্রচারণা নিয়ে আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছে এফডিসিরি অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।
প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমাদের কানেও বিষয়টা এসেছে। এ অভিযোগ আসা মাত্র কমিশনের লোক পাঠিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য। যদি প্রমাণিত হয় বিষয়টি তবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’
পরবর্তী খবর আবার চলচ্চিত্র চাঙ্গা হবে:জায়েদ খান