ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট চলছে
ই-বার্তা
প্রকাশিত: ৭ই মে ২০১৭, রবিবার
| বিকাল ০৪:৫৫
ইউরোপ
ই-বার্তা প্রতিওবেদক।। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে এবং এ নির্বাচনকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা হয়েছে।মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাকরনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন উগ্র ডানপন্থী প্রার্থী মেরিন লে পেন।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং তা রাত ৮টা পর্যন্ত চলবে। নির্বাচনে ৮ কোটি ৭০ ভোটার দিতে পারবেন। ভোট গ্রহণের জন্য গোটা ফ্রান্সে ৬৬ হাজার ৪৫৬ ভোট কেন্দ্র খোলা হয়েছে।
এ ছাড়া, এক কোটি ৩০ লাখ প্রবাসী ফরাসি একদিন আগেই ভোট দেয়া শুরু করেছেন। সর্বশেষ মতামত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ম্যাকরন এবং লে পেন পেয়েছেন ৩৮ শতাংশ ভোট।
প্রথম পর্বের নির্বাচনে ২৩ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে প্রথম হয়েছিলেন ম্যাকরন। লে পেন ২১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।