ব্রিটেনে ১.৪ শতাংশ জিডিপিতে ৩ বিলিয়ন পাউন্ডের বাজেট
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৭, শুক্রবার
| দুপুর ০১:১৬
ইউরোপ
ই-বার্তা ।। ব্রিটিশ সরকার ২০১৭ সালের শেষ নাগাদ দেড় এবং ২০১৮ সালের মধ্যে ১ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নির্ধারণ করে ৩ বিলিয়ন পাউন্ডের বাজেট ঘোষণা করেছে।
ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার দেশের অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। বাজেটে জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ করার প্রস্তাব দেয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। করের আওতায় এনে প্লাস্টিকের আবর্জনা কমানোর উপায় খুঁজছে দেশটির সরকার।
২০২১ সাল পর্যন্ত মূল্যস্ফীতি ২ শতাংশের নিচে রাখার প্রস্তাব করা হয়েছে। কমানো হয়েছে রাজস্ব আয়ের পরিমাণ। বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে প্রতিরক্ষা খাতে। বেশ কিছু খাতে কর বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে। ২০১৯ এবং ২০২০ সালের জন্য প্রবৃদ্ধি ১ দশমিক ৩ শতাংশেরও পূর্বাভাস দিয়েছে দেশটির সরকার।
পরবর্তী খবর আদালতে রায় ঘোষণার সময় যুদ্ধাপরাধীর বিষপান