ব্যাটিংয়ে ঝড় তুলছে নারাইন
ই-বার্তা
প্রকাশিত: ৮ই মে ২০১৭, সোমবার
| দুপুর ০১:১২
ক্রিকেট
ই-বার্তা।।
সুনিল নারাইন বরাবই বোলিংয়ে মুগ্ধ করেছে বিশ্ববাসিকে।ব্যাটসম্যান হিসেবে কখনই সেভাবে আলোচনায় আসেননি ক্যারিবিয়ান এই ক্রিকেটার। তবে এবারের আইপিএলে তাকে নতুন ভাবে দেখা যাচ্ছে। দুর্দান্ত ঝড়ো ব্যাটিং করে তিনি যেন পাল্লা দিচ্ছেন এ সময়ের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সদের সঙ্গে।
কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে গত কয়েক ম্যাচেই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দেখা যাচ্ছে নারাইনকে। ঝড়ো ব্যাটিং দিয়ে নজরও কেড়েছেন বেশ কয়েকটি ম্যাচে। তবে গতকাল রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন ব্যাটসম্যান নারাইন। অর্ধশতক করলেন মাত্র ১৫ বলে। আইপিএলে সবচেয়ে কম বলে অর্ধশতকের রেকর্ডে তিনি নাম লিখিয়েছেন ইউসুফ পাঠানের পাশে। ২০১৪ সালে কলকাতার জার্সি গায়েই ইউসুফ অর্ধশতক করেছিলেন ১৫ বলে।
১৫ বলে অর্ধশতকের রেকর্ডে ভাগ বসানোর পর নারাইন শেষপর্যন্ত আউট হয়েছেন ৫৪ রান করে। মেরেছেন ছয়টি চার ও চারটি ছয়। সব ধরনের ক্রিকেটে এটিই এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ রানের ইনিংস।
আগের খবর প্রথম ম্যাচে দলে নেয় মাশরাফি
পরবর্তী খবর লীগে সবোর্চ্চ রান শিকারী বিজয়