প্রথম ম্যাচে দলে নেয় মাশরাফি
ই-বার্তা
প্রকাশিত: ৮ই মে ২০১৭, সোমবার
| সকাল ১১:৪৯
ক্রিকেট
ই-বার্তা।।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাশরাফিকে ছাড়া মাঠে নামবে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে স্লো ওভার রেটের জন্য এক ওয়ানডে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
শাস্তিটা ত্রিদেশীয় সিরিজে এসে ভোগ করতে হচ্ছে মাশরাফিকে। তবে পরবর্তী তিন ম্যাচে খেলতে কোনো বাধা নেই। সব কিছু ঠিকঠাক থাকলে ওই ম্যাচগুলোতে দেখা যাবে লাল-সবুজের দলনেতাকে।
ইংলান্ডের সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প সেরে আয়ারল্যান্ডে আছে বাংলাদেশ দল। সোমবার বিশ্রাম নেওয়ার পর মঙ্গলবার থেকে আয়ারল্যান্ডে অনুশীলন শুরু করবে সাকিব-তামিমরা।
১০ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ মে নিউজিল্যান্ড, ১৯ মে আবার আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
পরবর্তী খবর ব্যাটিংয়ে ঝড় তুলছে নারাইন