পুর্ণরায় গণনা হচ্ছে শিল্পী সমিতির নির্বাচনের ভোট
ই-বার্তা
প্রকাশিত: ৮ই মে ২০১৭, সোমবার
| বিকাল ০৫:০৯
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল কারচুপি হয়েছে। এমন অভিযোগ এনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন করেছেন সভাপতি পদপ্রার্থী ওমর সানি। গতকাল রোববার বিকালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডে তিনি লিখিত আবেদন জানান।
তার আবেদন গ্রহণ করে আজ সোমবার (৮ মে) জরুরি সভায় বসে আপীল বিভাগ। সেখানে সিদ্ধান্ত নেয়া হয় ভোট পুনঃগণনার। বিষয়টি নিশ্চিত করেছেন আপীল বিভাগের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু।
আবেদনে ওমর সানি বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৫৫৮টি। এর মধ্যে ৮৯টি ভোট বাতিল বলে নির্বাচন বোর্ড প্রকাশ করেছে। মোট ফলাফল অসঙ্গতিপূর্ণ কেননা সভাপতি তিনজনের ভোট যোগ করলে মোট ৪৬৯টি ভোট হওয়া উচিত। কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট ৪৫৬টি।
নাসিরউদ্দিন দিলু বলেন, ‘পরাজিত সভাপতি প্রার্থির আবেদনের প্রেক্ষিতে আবারও ভোট গণনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিছুক্ষণ আগেই ভোট পুনরায় গণনা শুরু হয়েছে। সন্ধ্যার আগেই ফলাফল জানা যাবে।’ তিনি জানালেন, ভোট গণনা কেন্দ্রে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ উপস্থিত রয়েছেন।
আগের খবর নতুন প্রেমে সেলেনা গোমেজ
পরবর্তী খবর এবারের মত শেষ হলো এশিয়ান থিয়েটার সামিট