এবারের মত শেষ হলো এশিয়ান থিয়েটার সামিট


ই-বার্তা প্রকাশিত: ৮ই মে ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৭:২২ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক।। শেষ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো আয়োজিত এশিয়ান থিয়েটার সামিট। দুইদিন ব্যাপী এ উৎসব চলে। এশীয় অঞ্চলের থিয়েটার ঐতিহ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতেই এই আয়োজন।
আন্তর্জাতিক থিয়েটার বিষয়ক এই সামিটে অংশগ্রহণ করেছে ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, নেপাল, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের ১৫ জন থিয়েটার বিশেষজ্ঞ।

রবিঠাকুরের নাটক ডাকঘর দিয়ে শুরু হয় এশিয়ান থিয়েটার সামিটের দ্বিতীয় দিনের আয়োজন। স্টুডিও থিয়েটার হলে লিয়াকত আলী লাকী নির্দেশিত নাটকটি তুলে ধরে একঝাঁক শিশু শিল্পী। উৎসবের দ্বিতীয়দিন সেমিনারের পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী বাংলা নাট্য আঙ্গিকের পরিবেশনা।
দুদিনের এই সামিট যৌথভাবে আয়োজন করেছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট, পিপলস থিয়েটার অব বাংলাদেশ ও শিল্পকলা একাডেমি।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ