মুম্বাইকে হারিয়ে শেষ চারের পথে হায়দরাবাদ


ই-বার্তা প্রকাশিত: ৯ই মে ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:৩৬ ক্রিকেট

ই-বার্তা।।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাইকে হারিয়ে শেষ চারের পথে এক ধাপ এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকলেও সেরা চারে থাকাটা নিশ্চিত হয়নি এখনও।


সোমবার রাতে ঘরের মাঠে মুম্বাইকে ৭ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৮ রান করে মুম্বাই। জবাবে হায়দরাবাদ ১০ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।


অধিনায়ক রোহিত শর্মা ছাড়া আর মুম্বাইয়ের আর কোনও ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে ৪৫ বলে রোহিত খেলেছেন ৬৭ রানের ইনিংস, যাতে ছিল ৬টি চার ও দুটি ছক্কা।

সেই লক্ষ্যে খেলতে নেমে হায়দরাবাদ শুরুতে ডেভিড ওয়ার্নারকে (৬) হারান। তবে শিখর ধাওয়ান আর ময়েসেস হেনরিকসের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৯১ রান। হেনরিকস ৪৪ রানে ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ধাওয়ান। ৪৬ বলে অপরাজিত ছিলেন ৬২ রানে। ম্যাচ জেতানো ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৪ বাউন্ডারি ও ২ ছক্কায়।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ