দলে যোগ দিতে ফিরে গেলেন আমলা


ই-বার্তা প্রকাশিত: ৯ই মে ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:০০ ক্রিকেট

ই-বার্তা।। আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন হাশিম আমলা। খবরটা কিংস ইলেভেন পাঞ্জাবের জন্য মোটেও সুখকর নয়। প্লে অফ নিশ্চিত করতে হলে বাকি সব ম্যাচ জিততে হবে পাঞ্জাবকে।এমন সময় ফর্মে থাকা প্রোটিয়া তারকা আইপিএল ছেড়ে দেশে ফিরে গেলেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সাউথ আফ্রিকা। ২৪ মে থেকে মাঠে গড়াবে ওই সিরিজ। তার আগে অনুশীলন করতে হবে। সেজন্যই আইপিএলের শেষ দিকে বিদায় বলতে হল আমলাকে।

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঞ্জাব। আইপিএল থেকে গুজরাট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলসের বিদায় নিশ্চিত। বাকি পাঁচ দলের মধ্যে চলছে প্লে অফের জমজমাট লড়াই।

উল্লেখ্য, এবারের আইপিএলে ১০ ম্যাচে ৬০ গড়ে ৪২০ রান করেন আমলা। রয়েছে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি। টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান আমলার।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ