নিরাপত্তা নিশ্চিত হলেই বাংলাদেশের জন্য সূচি ঠিক করবে অস্ট্রেলিয়া


ই-বার্তা প্রকাশিত: ১১ই মে ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:২৯ ক্রিকেট

ই-বার্তা।। আগামী আগস্টের শেষদিকে ঢাকা ও চট্টগ্রামে দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এখনও সূচি চূড়ান্ত হয়নি। এ দ্বিপাক্ষিক সিরিজ বাস্তবায়নের পেছনে এখন কেবল নিরাপত্তা বাধা। আর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আগামী সপ্তাহে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের বলেন, ঠিকঠাক ভাবে এগোচ্ছে তাদের বাংলাদেশ সফরের প্রস্তুতি। এখন শুধু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলেই বাংলাদেশের জন্য সূচি ঠিক করবেন তারা।

সাদারল্যান্ড আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর সময়মতোই হবে। আমরা খুঁটিনাটি সব কিছু নিয়ে কাজ করছি। সবকিছু যেভাবে এগোচ্ছে তাতে আমি খুব খুশি। এখনও কিছু ব্যাপারে কাজ করার আছে, নিরাপত্তা নিশ্চিতে আমাদের আরও একটু জানার আছে।

নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এখন শুধু দিনক্ষণ চূড়ান্ত করা বাকি বলছেন সাদারল্যান্ড, ‘সব কিছু নিয়ে আমরা যে গবেষণা করেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্য সরকারি এজেন্সির সঙ্গে কাজ করেছি তাতে করে আমরা আত্মবিশ্বাসী যে সফরটা ঠিকমতো হবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ