আজহার-বাবরের ফিফটিতে পাকিস্তানের স্বস্তি
ই-বার্তা
প্রকাশিত: ১১ই মে ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:১৩
ক্রিকেট
ই-বার্তা।।আজহার ও বাবরের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে আছে পাকিস্তান।
বুধবার রাতে ডোমিনিকার উইন্ডসর পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে ৬৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ কর পাকিস্তান।
দিনের শুরুটা হয়েছে উইকেট হারিয়ে। শান মাসুদকে ব্যক্তিগত ৯ রানে জেসন হোল্ডারের ক্যাচ বানান রোস্টন চেজ। এরপর ক্যারিবীয়দের উইকেট উদযাপনের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ সেশন পর্যন্ত।
১৯ রানে প্রথম উইকেট হারানোর পর পাকিস্তানকে ১২০ রানের জুটি এনে দেন আজহার ও বাবর। তারা দুজনেই ফিফটি করেন। বাবর ১২৪ বলে করেন ৫৫ রান। আজহার আছেন সেঞ্চুরির অপেক্ষায়। এজন্য তাকে করতে হবে আরও ১৫ রান।
ক্যারিয়ারের শেষ টেস্টে ৪৪ বল খেলে ১০ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন ইউনিস খান।
লাঞ্চ ও চা বিরতির মাঝখানে বৃষ্টির কারণে মাত্র ২ ওভার খেলা হয়েছে।