উদ্বোধনী জুটিতে স্বর্বোচ্চ রানের রেকর্ড


ই-বার্তা প্রকাশিত: ১৬ই মে ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:০৯ ক্রিকেট

ই-বার্তা ।। ছেলেদের ছাড়িযে ক্রিকেটে উদ্বোধনী জুটিতে স্বর্বোচ্চ রানের রেকর্ড করেছে ভারতীয় মেয়েরা।সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২০ রানের সর্বোচ্চ উদ্বোধনী জুটি গড়েছেন দিপ্তি শর্মা ও পুনম রাউত।

আগের ম্যাচে দলীয় সর্বোচ্চ স্কোর করেছিল দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচে করে দেখালো ভারত।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২০ রানের জুটিতে ৩৫৮ রানের পুঁজি গড়ে ভারত। জবাবে ৪০ ওভারে মাত্র ১০৯ রান তুলতে পারে আয়ারল্যান্ড। ভারতের জয়টাও ছিল ২৪৯ রানের।

দিপ্তির ১৬০ বলে করা ১৮৮ রানে ছিল ২৭টি চার। ৫০ ওভারের ম্যাচে এটাই দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। দিপ্তি আউট হয়ে গেলেও রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার রাউত। ১১৬ বলে ১০৯ রান করেন তিনি। যাতে ছিল ১১টি চার।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ