বেতন বাড়ানো নিয়ে সোচ্চার ভারতীয় ক্রিকেটাররা


ই-বার্তা প্রকাশিত: ১৬ই মে ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:৩৮ ক্রিকেট

ই-বার্তা।। দুই মাস আগে দ্বিগুণ বেনত করা হয়েছে ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের। কিন্তু তাতেও খুশি নন বিরাট কোহলিরা। নতুন করে বেতন বাড়ানোর দাবি নিয়ে সোচ্চার হয়েছেন তারা।

ক্রিকেটারদের টাকা বাড়ানোর দাবিতে ভারতীয় বোর্ডের প্রশাসনিক কমিটির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে তুলনা করে কোহলি বলেন, ভারতীয় ক্রিকেটারদের আরও বেশি টাকা পাওয়া উচিত। আইপিএল ফাইনালের দিন এই আর্থিক ইস্যুতেই তিনি বোর্ডের প্রশাসনিক কমিটির সঙ্গে বৈঠক করবেন। সেখানে গ্রেড এ-র ক্রিকেটারদের টাকা বাড়ানোর প্রস্তাব দেবেন। পাশাপাশি যারা তিন ফরম্যাটেই খেলছেন তারা যেন অন্যদের থেকে অর্থ বেশি পান সেদিকে নজর দেওয়ার প্রস্তাব দেবেন।

মার্চে বেতন বাড়ানোর ফলে ‘এ’ ক্যাটাগরির একজন ক্রিকেটার বছরে ২ কোটি রুপি পাবেন। আগে যেটা ছিল এক কোটি রুপি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ