খালেদা জিয়ার বিরুদ্ধে করা তিন মামলা স্থগিত


ই-বার্তা প্রকাশিত: ১৬ই মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:২৬ রাজনীতি

ই-বার্তা প্রতিবেদক।। হরতাল অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা তিন মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্ট বেঞ্চে ছিলেন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহ। কার্যক্রম স্থগিতের পাশাপাশি এই তিন মামলায় রুলও জারি করেছেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন মাহবুব উদ্দিন খোকন ও সানজিদ সিদ্দীকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার পক্ষের আইনজীবী।

রাজধানীর যাত্রাবাড়ী ও দারুসসালাম থানায় ২০১৫ তে নাশকতার এসব মামলা করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ