নির্বাচনে ক্ষমতায় যাওয়া অসম্ভব নয়- এরশাদ
ই-বার্তা
প্রকাশিত: ১৬ই মে ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৪:৩৯
রাজনীতি
ই-বার্তা প্রতিবেদক।। শক্তিশালী কর্মীবাহিনী থাকলে জাতীয় পার্টির পক্ষে ক্ষমতায় যাওয়া অসম্ভব কিছু নয়, এমন কথা বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সাবেক এই স্বৈরশাসক মনে করেন জাতীয় পার্টিও আওয়ামী লীগের মতো হতে পারবে যদি তাঁদের একটি বিশাল শক্তিশালী কর্মীবাহিনী থাকে। মঙ্গলবার দুপুরে গুলশানের ঢাকা উত্তর জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, “এ কথা সত্য যে সাংগঠনিকভাবে আমরা দুর্বল, আমাদের কর্মিবাহিনী দুর্বল। এ কথা স্বীকার করে আমরা যদি আগামীতে আমাদের কর্মিবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া আমাদের পক্ষে অসম্ভব কিছু নয়”।
জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়ার পক্ষপাতী নন, এমনটি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেছেন, অনেক সিস্টেম থাকলেও কোনোটাই গ্রহণযোগ্য হচ্ছে না। দেশে প্রবৃদ্ধির হার বাড়লেও কথার ফুলঝুড়িতে মানুষ এখন আর ভুলছে না বলেও মন্তব্য করেন এরশাদ।
পরবর্তী খবর যোগ-বিয়োগ হতে পারে বিএনপির ভিশন-২০৩০ এ- ফকরুল