খুলে গেল মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তৃতীয় পথ
ই-বার্তা
প্রকাশিত: ১৭ই মে ২০১৭, বুধবার
| দুপুর ০১:৩৮
রাজধানী
ই-বার্তা প্রতিবেদক।। রাজধানীর রমনা এলাকা থেকে কারওয়ানবাজারের পথে মূল সড়কের উপরে তৈরি করা মগবাজার ফ্লাইওভারের কারওয়ানবাজার অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মগবাজার ফ্লাইওভারের এই অংশ উদ্বোধন করেন । এই পথে হলি ফ্যামিলি অংশের ফ্লাইওভারে উঠে নেমে যাওয়া যাবে সোনারগাঁও হোটেলের সামনে কারওয়ানবাজার অংশে।
২০১১ সালে মগবাজার মৌচাক ফ্লাইওভারের প্রকল্পটি গ্রহণ করে সরকার। প্রথম ধাপে ২০১৬ সালের ৩০ মার্চ ফ্লাইওভারটির সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত দুই দশমিক ১১ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল। একই বছরের ১৫ সেপ্টেম্বর খুলে দেয়া হয় বাংলামোটর থেকে মৌচাক পর্যন্ত এবং মগবাজার থেকে মৌচাক পর্যন্ত সড়কের একাংশের চলাচল। বাংলামোটর থেকে মৌচাক, শান্তিনগর, রাজারবাগ অংশের কাজও শেষেরদিকে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, “চলতি অর্থবছরের মধ্যেই মগবাজার, মৌচাকের বাকি অংশের কাজ শেষ হয়ে যাবে। এর ফলে রাজধানীর যানজট সমস্যা অনেকাংশেই নিরসন হবে”।