শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হাজির হয়নি হোটেল রেইন-ট্রির মালিক


ই-বার্তা প্রকাশিত: ১৭ই মে ২০১৭, বুধবার  | দুপুর ০২:০৭ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। ভ্যাট ফাঁকি ও অবৈধ মদ উদ্ধারের ঘটনার তলবে হাজির না হয়ে অসুস্থতার কথা বলে এক মাসের সময় আবেদন করেছেন বনানীর হোটেল রেইন ট্রির মালিক শাহ মো. আদনান হারুন। বুধবার সকাল ১১টায় তাঁকে অধিদপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন শুল্ক গোয়েন্দা কতৃপক্ষ। দুই আইনজীবী জাহাঙ্গীর কবির ও রিয়াদ খানের মাধ্যমে এই আবেদন করার পর তাকে এক সপ্তাহের সময় দিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বলেন, “তলবে হাজির হওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় আদনান হারুন অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আমাদেরকে জানানো হলে আমরা এক মাস সময়ের আবেদন করি। তবে ডিজি মহোদয় আমাদের আগামী ২৩ মে সকাল ১১টায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন”।

গত ৬ মে বনানী থানায় অভিযোগ করা হয়, গত ২৮ মার্চ হোটেল রেইনট্রির একটি কক্ষে আটকে রেখে দুইজন তরুণীকে ধর্ষণ করা হয়। এই অভিযোগের পর হোটেল রেইনট্রিতে গত ১৪ মে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। মদ বিক্রির কোনো অনুমোদন না থাকলেও গোয়েন্দারা হোটেল থেকে ১০ বোতল মদ উদ্ধার করে। বুধবার হোটেলটির মালিক শাহ মো. আদনান হারুনকে অধিদপ্তরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ