শাহজালাল বিমানবন্দরে বিদেশী নাগরিক আটক


ই-বার্তা প্রকাশিত: ১৭ই মে ২০১৭, বুধবার  | বিকাল ০৩:০৭ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ বিদেশি সিগারেটসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃত এই ভারতীয় নাগরিকের নাম আবদুর রহিম (৪০)। তিনি ভারতের তামিলনাড়ু প্রদেশের চেন্নাইয়ের মোহাম্মদ সিকান্দারের ছেলে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, ভারতীয় নাগরিক আবদুর রহিম ব্যাংকক থেকে আসা টিজি-৩৩৯ ফ্লাইটে ঢাকায় নামেন।কাস্টমস হলের চার নম্বর লাগেজ এরিয়াতে ব্যাগেজ রেখে দূরে পাঁচ নম্বর বেল্টের কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। শুল্ক গোয়েন্দারা আবদুর রহিমকে শনাক্তের পর চ্যালেঞ্জ করে তাঁর ব্যাগেজ স্ক্যানিং শেষে আমদানিনিষিদ্ধ এক লাখ শলাকা সিগারেট উদ্ধার করেন। এসব সিগারেট তিনটি বড় ব্যাগেজে পাঁচশ কার্টনে পাওয়া যায় যার মূল্যে প্রায় ৪০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে জানানো হয়, জব্দ করা সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ