টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


ই-বার্তা প্রকাশিত: ১৭ই মে ২০১৭, বুধবার  | বিকাল ০৫:১৬ ক্রিকেট



ই-বার্তা।। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে
টসে হেরে ব্যাট করছে টাইগাররা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ৭১ ও ৭৯ রানে তামিম ইকবাল ও সাব্বির রহমান ফিরে গেলে সৌম্যর সাথে করে ভালো স্কোর করার চেষ্ট করছে মুশফিকুর রহিম। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৫২ রানে ব্যাট কেরছে সৌম্য সরকার, রহিম আছেন ৪ রানে।

নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আবার মাঠে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। ফলে আজ তাঁর নেতৃত্বেই কিউইদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল : সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ