আইসিসির টেস্ট র্যাংকিং প্রকাশ, বেড়েছে বাংলাদেশের পয়েন্ট
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে মে ২০১৭, শুক্রবার
| সকাল ১১:০৬
ক্রিকেট
ই-বার্তা।। ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্সের ৫০ শতাংশ বিবেচনায় এনে বৃহস্পতিবার র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশ ৩টি রেটিং পয়েন্ট অর্জন করেছে। ৬৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে মুশফিকুর রহিমের দল। তবে বাংলাদেশের উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানটা আরও বেড়েছে। এ তালিকায় ওয়েস্ট ইন্ডিজেরও ৫ রেটিং পয়েন্ট বেড়েছে। ৭৫ পয়েন্ট নিয়ে তারা আট নম্বরে।
নতুন র্যাংকিং প্রকাশের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান বেড়ে গেছে ৬ পয়েন্টে। আগে যেখানে দুই দলের মধ্যে দূরত্ব ছিল ৪ পয়েন্টের। ৫ পয়েন্ট হারিয়ে জিম্বাবুয়ে আছে বাংলাদেশের পরে। দশ নম্বরে তাদের পয়েন্ট শূন্য।
যথারীতি র্যাং কিংয়ে ১২৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৭ পয়েন্ট অর্জন করেছে। ১১৭ পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে থাকা ভারতের সঙ্গে ব্যবধান বেশ কমিয়েছে।
৮ পয়েন্ট খোয়ালেও তিন নম্বর জায়গায় অনড় অস্ট্রেলিয়া। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ৯৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা ইংল্যান্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্টের। চার পয়েন্ট হারিয়ে ছয় নম্বরে নেমে যেতে হয়েছে পাকিস্তানকে (৯৩)। এক পয়েন্ট অর্জন করে ৯৭ পয়েন্টে পাঁচে নিউজিল্যান্ড। ৯১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে শ্রীলঙ্কা।
পরবর্তী খবর টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ